1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ পাচারকারী আটক মিয়ানমারে ১৫০ বস্তা সিমেন্ট পাচারকালে চট্টগ্রামের উপকূলে আটক ৫ ভাষানটেকে সেনাবাহিনীর অভিযানে ‘বাবলু গ্রুপের’ ২ সদস্য আটক, অস্ত্র উদ্ধার সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার আরও ১৬৪১ গোবিপ্রবি উপ-উপাচার্যের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারের অভিযোগ রাজস্থলী থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার তানোরে ৪শ’ বছরের পুরোনো বট পাকুড়ের যুগলবন্দী গাছের গল্প শুনিয়ে বাচ্চাদের ঘুম পাড়ান মায়েরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মোংলায় বিএনপির শোক র‍্যালি জুলাই বিপ্লব-২৪ বীর শহীদ ফারহান ফাইয়াজ এর ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও স্মরন সভা

কলাপাড়ায় হত্যা চেষ্টার দৃশ্যমান ঘটনাকে আড়াল করতে চুরির নাটক

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৩ বার পঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। হত্যা চেষ্টার দৃশ্যমান ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য চুরির নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। নবনির্মিত ঘরের দরজা, জানালা নেই অথচ সেই ঘর চুরির মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে কলাপাড়া থানায়,এ যেনো সিনেমাকেও হার মানিয়েছে বলে,আহত মিরনের মামা সাহাবউদ্দিন জানান। সম্প্রতি,উপজেলার বলিয়াতলী ইউনিয়নের মধুপাড়া সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মিরন খন্দকারের উপর নৃশংস হামলা করে হত্যা চেষ্টা চালায় তার চাচাতো ভাই নিজাম খন্দকার, তাইফুর ইসলাম সোহেল খন্দকার, নজরুল, মোস্তফা সহ মোট ১৪ জন। এতে মিরনের একটি হাতের ৯০ ভাগ এবং অন্য একটি হাতের ৪০ ভাগ বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় আহতের বাবা রফিক খন্দকার বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। তবে,্ওই হত্যা চেষ্টা মামলার বিপরিতে বিবাদী মোস্তফা চুরির নাটক সাজিয়ে মিথ্যে অভিযোগ করেন বলে জানান আহতের স্বজনরা স্থানীয়সহ ভুক্তভোগীরা এ ঘটনার সুষ্ঠতদন্ত করে বিচারের দাবি করেন।স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার, মনির হাওলাদার, জুলফু গাজী, নাসির হাওলাদার, মোজাম্মেল খন্দকার, মৎস্য ব্যবসায়ী আলম মোল্লা, বালিয়াতলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মিজান ব্যপারী বলেন, মিরনের উপর হামলার পরে অভিযুক্তরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। তাদের গরু, ভেড়াসহ অন্যান্য মালামাল গ্রাম পুলিশ, মহিলা মেম্বার সহ দুইদিন পাহাড়া দিয়ে রেখেছি। তাদের স্বর্নালংকার ও নগদ টাকা সহ অন্যান্য মালামাল চুরি হয়েছে এটা সম্পূর্ন মিথ্যা। তাদের ঘরের দরজা জানালা নেই সেই ঘরে এতো মালামাল থাকে কি করে। অপর একজন বলেন, মামলা থেকে রক্ষা পেতে অভিযুক্তরা কল্পকাহিনীর নাটক সাজিয়েছে। তারা যে স্বর্নের কথা বলেছে এতো ¯^র্ন ওই গ্রামে নেই। এ ঘটনায় পুরো গ্রাম ফুসে উঠেছে। দোষীদের শাস্তির দাবি জানান তারা।
গ্রাম পুলিশ ইসমাইল শরীফ জানান, গত ১০ই জুন রাতে মিরন খন্দকারকে কুপিয়ে আহত করার খবর পেয়ে ঘটনা স্থানে আসি। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের গরু, ভেড়া সহ অন্যান্য মালামাল দুইদিন পাহাড়া দিয়ে রেখে স্থানীয়দের সাথে নিয়ে কলাপাড়া থানা পুলিশকে অবগত করে তাদের মালামাল ফেরত দেয়া হয়েছে। মস্তফা খন্দকারের নতুন ঘরের দরজা, জানালা ছিলনা। একটি টিন দিয়ে দরজা আটকে দেয়া হয়েছে। সেই ঘরে চুরির ঘটনা সম্পূর্ন মিথ্যে ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদীত।কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, চুরির বিষয়ে একটি অভিযোগ তার আত্মীয়ের মাধ্যমে থানায় পাঠিয়েছে। এ বিষয়টি তদন্ত করা হবে। তবে, হত্যা চেষ্টা মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD