
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় প্রস্তিতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মোরেলগঞ্জ এর আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনে সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, সেনাবাহিনীর কর্মকর্তা মো. আব্দুল্লাহ, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. নাজমুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা শর্মি রায়,সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ কায়কোবাদ আকুঞ্জি, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা।
প্রস্তুতি সভায় মূল্যবান বক্তব্য রাখেন,থানা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, বাংলাদেশ জামাত ইসলাম উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ শাহাদাৎ হোসাইন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফারুক হোসেন সামাদ, সাংবাদিক মশিউর রহমান মাসুম, ফজলুল হক খোকন, এইচ,এম,শহিদুল ইসলাম, গণেশ পাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তামিম ইকবাল ওয়ার্ল্ড, ভিশন এরিয়া ম্যানেজার তপন কুমার মন্ডল, সুশীলন উপজেলা প্রজেক্ট ম্যানেজার প্রমূখ । ইতিমধ্যে মোরেলগঞ্জে উপজেলায় কন্ট্রোল রুম এর সকল আয়োজন সম্পূর্ণ এবং উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ব্যাপক প্রচার প্রচারণার কাজের জন্য স্বচ্ছাসেবক গঠন করা হয়েছ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ইউপি পরিষদ সচিব বৃন্দ, মসজিদের ইমাম ইসলামী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলায় কর্মরত বেসরকারি এনজিও প্রতিনিধি, ফায়ার সার্ভিসে সদস্যবৃন্দ ও রেড ক্রিসেন্ট সদস্যসহ উপস্থিত ছিলেন স্থানীয় গণ ব্যক্তিবর্গ।