
মো:তারিকুর রহমান স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কেন্দ্রীয় মেধাতালিকায় উত্তীর্ণ হয়ে পদোন্নতিসূত্রে চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদানকারী কনস্টেবল পদ হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত এস এম মামুন অর রশিদ কে আজ ২৪ অক্টোবর ২০২৪ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে র্যাংক-ব্যাজ পরিধান করান চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এসময় পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উক্ত আনুষ্ঠানিক র্যাংক-ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম; এসআই(নিঃ)/ মোঃ রাসেল মিয়া, আরও-১, রিজার্ভ অফিস, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।