
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় জে এফ এগ্রো প্রাইভেট লিমিটেড আগাম হাইব্রিড বোরোধানে বীজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এলাকার স্থানীয়নিয়ে ডিলারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন জে এফ এগ্রো প্রাইভেট লিমিটেড মার্কেটিং অফিসার মো আবু বক্কর সিদ্দিক তিনি বলেন এলাকায় আমাদের মার্কেটিং কোনো অফিসার নেই আমি কাজ করছি তবে আপনাদের সকলের পরামর্শ অসহযোগিতা দরকার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জে এফ এগ্রো প্রাইভেট লিমিটেডের অপারেশন ম্যানেজার মো শরীয়ত উল্লাহ বলেন আমাদের প্রতিষ্ঠানে যে সকল আইটেমের বীজ রয়েছে সবগুলো আধুনিক প্রযুক্তিতে তৈরি হয় এবং মানসম্পন্ন। আমাদের হাইব্রিড ধান বীজ গণচীন থেকে আমদানি করা। আমরা সারা বাংলাদেশে ধান বীজ সহ ভুট্টা, মরিচ লাউ টমেটো আলো বেগুন অন্যান্য বাজার জাত করে আসছি।
হবিগঞ্জ এবার আমরা প্রথম জে এফ এগ্রো প্রাইভেট লিমিটেড হাইব্রিড ধানবীজ নিয়ে এলাম
উক্ত অনুষ্ঠানে সভা সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ বাজারে সার কীটনাশক বীজ ব্যবসায়ী মো সেইকুল ইসলাম
এছাড়াও এলাকায়র স্থানীয় শতপাদিক বীজের রিডিলার উপস্থিত ছিলেন
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়