
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে তা বাতিলের দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে আদলত সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, কালিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ খবির উদ্দিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো: হোসাইন ও সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ আরও অনেকে।