
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:
এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্যকেসামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধীএইচপিভি টিকাদান র্কাযক্রমের প্রস্তুতিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিতহয়েছে।মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেহল রুমে র্কাযক্রমের প্রস্তুতিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা র্কমর্কতা ডাঃ মো.সালাউদ্দিন আহমেদ খান এর সভাপতিত্বেও মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবীবের সঞ্চালনায় ◌্অনুষ্ঠিত একআলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা র্নিবাহীর্কমর্কতা(ইউএনও) মো.রফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভুমি) আব্দুল আল-মামুনকাওসার শেখ, ঘোড়াঘাট থানার ◌্অফিসার ইনর্চাজ (ওসি) নাজমুল হক, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ধ্বীরাজ সরকারউপজেলাসহকারী শিক্ষা র্কমর্কতা আব্দুল ওয়াকিল আহমেদ, প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষক গন ,পরিসংখ্যান বিভাগের সিনিয়র স্টাফ বিমল সরকারও গ্রাম বিকাশ কেন্দ্র সহকারী র্কমর্কতা (পুষ্টি) ফারুক হোসেন সহ এনজিও প্রতিনিধিগণ ।অনুষ্ঠানের সঞ্চালক মেডিকেল ◌্অফিসার ডা: আহসান হাবীব বলেন, ক্যান্সার নামের রোগটি অনেক ক্ষেত্রে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।এক ডোজ এইচপিভি টিকা নারীদের জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষা করতেপারে। রোগ হওয়ার আগেই প্রতিরোধের ব্যবস্থা নেওয়ায় উত্তম। তাইর্নিদিষ্ট বয়সী কিশোরীদের এই টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।