
সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা হচ্ছে বিজয়নগর উপজেলা। উক্ত উপজেলার পাহাড়পুরের বাসিন্দা আব্দুল হক যার পিতার নাম আক্কল আলী। সে বিজয়নগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং পাশাপাশি সে বর্তমানে পাহাড়পুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মেম্বার। মেম্বার হওয়ার সুবাদে সে উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের সাথে সখত্যা করে বিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতার এনআইডি কার্ড সংশোধনে নামে এলাকার অনেক লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে টি সি বি মাল বিক্রয় করে দিত।
দলীয় লেবাসধারী উক্ত মেম্বার বিগত সরকারের আমলে বহু লোককে সর্বশান্ত করেছে।সে মেম্বারের পাশাপাশি মাদক ব্যবসাও করত। তার দ্বারা পাহাড়পুর ইউনিয়নের অগনিত মানুষ নির্যাতনের শিকার হয়েছে। তার মাধ্যমে মাদকের ব্যবসা করে হয়েছে অনেকে কোটিপতি। তার হাত ধরে গ্রামে দলাদলি ও মাদক ব্যবসা করে পাহাড়পুর গ্রামের অনেকেই কোটিপতি হয়েছেন। ছুর রহমানের ছেলে শাহ নেওয়াজ সানুু গ্রাম হাজিপুর একই দিনে আমতলী বাজার হইতে গ্রেপ্তার হয়েছে। এবং এলাকার চাউর আছে সে ও লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে বলে লোকমুখে শুনা যাচ্ছে। সে সাবেক সংসদ সদস্য রবিউল মোক্তাদির চৌধুরীর একজন চাটুকার ছিলেন। তাদের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেফতার করা হয়েছে।