ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

গাজীপুরে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, গ্রেফতার ৫

গাজীপুর একটি কারখানায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) কোনবাড়ী ও বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নির্জ কার্যালয় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ,দক্ষিণ) মো. আলমগীর হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন,টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে মো.আকবর হোসেন (৪২), জামালপুর সদর থানার দিগপাইত গ্রামের সোহরাব হোসেনের ছেলে জীবন মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার উলাডাব গ্রামের রফেতুল্লাহ মিয়ার ছেলে হাসান মিয়া (৪৫) এবং যশোর জেলার মনিরামপুর থানার মহাতবনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইস্রাফিল হোসেন নয়ন (২৫),যশোর জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে রাজিব হোসেন (২৪)।

পুলিশ কর্মকর্তা বলেন,গত ১৫ অক্টোবর রাত সোয়া ৩টার দিকে গাছা থানাধীন ভাড়ারীপাড়া এলাকার ইউরো নিটওয়্যার লিমিটেড কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা বিপুল পরিমাণ ফেব্রিক্স লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে কারখানার মালিকপক্ষ গাছা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কোনাবাড়ী থানা এলাকা থেকে আকবর হোসেন,জীবন মিয়া,হাসান মিয়া এবং বাসন থানা এলাকা থেকে ইস্রাফিল হোসেন নয়ন ও রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে লুষ্ঠিত মালামালের মধ্যে ৫ হাজার ৯৯৬ কেজি ফেব্রিক্স উদ্ধার করা হয় যার বাজার মূল্য অনুমান ৫০ লাখ টাকা। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ