সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে যৌথভাবে তাকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-১২।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে গ্রেফতারে বিষয়টি জানান র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম।
তিনি জানান,সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলার আসামি সাবেক তাড়াশ উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে