
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির মিয়ানমার সীমান্তের তুমব্রুর পশ্চিম কুল কবর স্থান এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশকালে দুই জন মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের নাগরিককে আটক করেছিল বিজিবি।
আটকের পর ওই দুই মিয়ানমার হিন্দু নাগরিককে প্রক্রিয়া সম্পন্ন করে ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপি’র সীমান্ত -৩৭(২এস) পিলার সংলগ্ন আম বাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয় বলে জানান।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে সীমান্তে অবস্থিত কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপির বিজিবি টহল দল গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে এমজি চেকপোস্টে কর্তব্যরত বিজিবির দায়িত্বপূর্ণ তুমব্রুর পশ্চিম কুল কবর স্থান এলাকা থেকে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশকালে তাদের আটক করেছিল বিজিবি।
এর পর কর্তৃপক্ষের আদেশক্রমে একই দিন আটককৃত মিয়ানমারের নাগরিকদের বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৭ (২এস) সংলগ্ন আম বাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয়।
বিজিবি বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে জানায়,৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এর নেতেৃত্ব বিওপির বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। উক্ত ঘুমধুম সীমান্ত এলাকা জুড়ে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সংশ্লিষ্টরা সফলতার সাথে ব্যাপক কর্ম তৎপরতা অব্যাহত রেখেছেন ; যার ফলশ্রুতিতে উদ্ধার হচ্ছে বিভিন্ন ধরনের মাদক।
এবং বিভিন্ন বাংলাদেশি পণ্য। সীমান্ত অতিক্রম করে ঘুমধুমের কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রায় সময় অবৈধ অনুপ্রবেশর চেষ্টা করে আসছেন মিয়ানমারের নাগরিকরা।
তা সফলতার সঙ্গে প্রতিহত করছেন সীমান্তরক্ষী বিজিবি। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, বিজিবির অধিনস্থ সমস্ত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।