
মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার:
নওগাঁর পত্নীতলাতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
নওগাঁর পত্নীতলায় ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য সামনে রেখে ও ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৪ উপলক্ষে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় মরহুমা জাহানারা কাঞ্চনসহ সকল নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ২০২৪ দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে নিরাপদ সড়ক চাই কর্মসূচি পালন করা হয়।উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড নিসচার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নিসচার পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, দপ্তর সম্পাদক মোঃ ইউনুছার রহমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ ইখতিয়ার উদ্দীন আজাদ, অন্যতম সদস্য মোঃ ফারুক হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সকল সদস্যবৃন্দ।