
গত ২৪ ঘণ্টায় চলমান “মা ইলিশ রক্ষা অভিযান ২০২৪” এ বিপুল পরিমান জালসহ মাছ জব্দ করে নৌ পুলিশ।
সোমবার (২২ অক্টোবর ) বিকালে নৌ পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গত ১৩ অক্টোবর থেকে বাইশ দিন ব্যাপী সরকার ঘোষিত মা ইলিশ রক্ষা অভিযান চলমান রয়েছে। দেশের ইলিশ অভয়াশ্রমসহ মা ইলিশ বিচরণস্থল গুলোতে মা ইলিশ এর নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এই বাইশ দিনব্যাপী নিষেধাজ্ঞার মূল লক্ষ্য। মা ইলিশ আহরণ,বাজারজাতকরণ কিংবা বিপণন বন্ধে সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় মতো
বাংলাদেশ পুলিশের নৌ পুলিশ প্রতিবারের মতো এবারেও মা ইলিশ রক্ষা অভিযান ২০২৪ সফল করার জন্য দেশব্যাপী অভিযান পরিচালনা করছে।
গতকালের “মা ইলিশ রক্ষা অভিযান ২০২৪” এ দেশব্যাপী মোট ৫৯,০৪,৩৫০ (৫৯ লক্ষ ০৪ হাজার ৩৫০) মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। এ সময় প্রায় ১২৭১ (এক হাজার দুইশত একাত্তর) কেজি মা ইলিশ এবং ৪২ (বিয়াল্লিশ) কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।
উল্লেখ্য,জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে,মাছ এতিমখানায় বিতরন করা হয়।
ডিআই/এসকে