
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির ধারাবাহিক অভিযানে ফের বিপুল পরিমাণ বিভিন্ন রকম পণ্য সামগ্রী মালিকবিহীন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২অক্টোবর) সকাল ৭টার দিকে ১১ বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় লেম্বুছড়ি বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারিরা বাংলাদেশ হতে মিয়ানমারে পাচারকালে চাউলের বস্তা,দুধ, বিস্কুট,সাবানসহ বিভিন্ন প্রকার পণ্য জব্দ করতে সক্ষম হন।
যানা যায় জব্দকৃত এসব পণ্য নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিলামের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্ণেল মো. সাহল আহমেদ নোবেল এসি. বিষয়টি নিশ্চিত করে বলেন,দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চোরাকারবারিরা অপতৎপরতা চালালেও তেমন সুবিধা করতে পারছে না। কেননা বিজিবি জোয়ানরা কঠোর অবস্থানে থাকায়। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য সীমান্তের বিভিন্ন গ্রামে বা এলাকায় সমাবেশের পাশাপাশি অভিযান চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মানুষের মতে
বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি অভিযান জোরদার থাকলেও বিজিবির চোখে ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে চোরাকারবারিরা গবাদিপশু, মাদকদ্রব্য, মিয়ানমার থেকে আসছে। আর বাংলাদেশ থেকে যাচ্ছে খাদ্য সামগ্রী থেকে শুরু করে শতাধিক পণ্য। সম্প্রতি চোরাচালান কারবারিদের উপদ্রব বেড়ে যাওয়ায় রাত-দিন তারা ফের অভিযান জোরদার করেছে।