
নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি : একজন অসহায় মানুষ মানবিক সাহায্যের আকুতি জানিয়েছেন। তিনি মান্দা উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের কীর্তলী গ্রামের জাহিদুল রহমান (৪০)। তাঁর পিতার নাম হামিদুর রহমান আকন্দ । তিনি সেলুনে কাজ কাজ করতেন । পায়ে বার্জার নামক ঘা হয় । দুই পায়ের নিচের অংশ কেটে ফেলতে হয়েছে । গত ৭ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপারেশনের মাধ্যমে পা কেটে ফেলতে হয় । সংসারের গরু-ছাগল সহ উপার্জনের একমাত্র অবলম্বন সেলুনটিও বিক্রি করে দিতে হয়েছে। হাট-বাজার, স্থানীয় স্কুল-কলেজে সাহায্য তুলে অপারেশন করেছেন । এখন তিনি নিঃস্ব, রিক্ত, পঙ্গু । দুইটি কৃত্রিম পা লাগাতে পারলে, তিনি সেলুনে কাজ করে কোন মতে স্ত্রী, দুই সন্তান নিয়ে পেটে-ভাতে চলতে পারবেন।
কিন্তু কৃত্রিম দু’টি পা লাগাতে প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন। সেই জন্য জাহিদুল দেশের দয়ালু, সামর্থবান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন । তাঁকে সাহায্য পাঠানোর মাধ্যম হলো- (বিকাশ) মোবাইল নম্বর ০১৭৬২-৬৭৩৯৪৪। ব্যাংক একাউন্ট নং ০১০২৬৮৫০, সোনালী ব্যাংক, মান্দা শাখা, নওগাঁ।