
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ ৮শত ৯০ টাকা সহ ৪জন জুয়ারুকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। ২২ অক্টোবর সোমবার রাত ১ টার দিকে তাদেরকে আটক করা হয়।
রৌমারী থানার (ওসি) মোঃ মামুনুর রশিদ এর দিক নির্দেশনায় এসআই মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে রৌমারী উপজেলার বরাইকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে জুয়ারু মোঃ নাজিম উদ্দিন(৪২), পিতা- মৃতঃ তোফাজ্জল হোসেন,গ্রাম আকন্দপাড়া, থানা, দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুর, বড়াই কান্দি বাজারে তার টিনের ভাঙ্গারী দোকানের ভিতরে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় আসামী মোঃ নজরুল ইসলাম ওরফে (নাজিম) উদ্দিন(২৯),পিতা মোঃ আঃ রহিম, মোঃ রাশেদ মোল্লা(৩৫),পিতা- আইজল হক মোল্লা,মোঃ আমিনুল ইসলাম(৩০),পিতা মোঃ সহিবর রহমান গ্রাম বরাইকান্দি, মোঃ নাজিম উদ্দিন(৪২), পিতা- মৃতঃ তোফাজ্জল হোসেন,গ্রাম আকন্দপাড়া, থানা, দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর। এবং
আরও কয়েক জন জুয়ারু মোঃ আঃ আজিজ পাইলট(৫০),পিতা- মৃতঃ রমজান আলী,গ্রাম বরাইকান্দি সহ ১২/১৩ জন অজ্ঞাতনামা আসামী টিনের বেড়া ভেঙ্গে দৌড়ে পালিয়ে যায়।
এবিষয়ে রৌমারী থানার ওসি মামুনুর রশীদ জানান আটক ৪জন সহ পলাতক আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।