
রূপসায় শতবর্ষী ঐতিহ্যবাহী অচিনতলা জামে মসজিদের ছয়তলা ফাউন্ডেশনের প্রথম তলার ছাদের ঢালাই কাজের শুভ উদ্বোধন গত ২২ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয় । এ ঢালায় কাজের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও অচিনতলা জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য কর্মকর্তা ও সমাজসেবক বৃন্দের মধ্যে মুফতি জাহিদুর রহমান, শাহ আব্দুল হাই (কচি) , মীর ফিরোজ, সেলিম মোল্লা, নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মোঃ মুকুল হোসেন,মেহেদী হাসান, আব্দুল কাদের, নুর ইসলাম গাজী, সেলিম শেখ, নুরুল্লাহ প্রমুখ।