
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার ( ২২ অক্টোবর) বিকেলে বোট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড),বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত “হ্যান্ডওভার সিরোমনি অফ ফোর সার্চ অ্যান্ড রেসকিউ উক্যুইপমেন্ট (রেসকিউ বোট)” অনুষ্ঠানে ডিএনসিসির আরবান রেজিয়েলেন্স প্রজেক্ট (ইউআরপি)-এর পক্ষে প্রকল্প পরিচালক আরিফুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালকের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে.কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।
ডিআই/এসকে