" জনতার অঙ্গীকার " নিরাপদ সড়ক হোক সবার" প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসন ও বিআরটি এ,পটুয়াখালী'র আয়োজনে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসভায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। উক্ত সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে ও বিআরটি এ, পটুয়াখালীর সহকারী পরিচালক (ইন্জিঃ) মোঃ মাহফুজ হোসেন'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিন আকতার লিমন, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ মৃধা ও পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল। এছাড়াও এসময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম স্বপন, নিরাপদ সড়ক আন্দোলনের আহম্মেদ কাওসার ইবু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ রুবেল মাহমুদ। " ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৪" উদযাপন উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র -ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠিত এ সভায় এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল হোসেন, পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ ও বিআরটি এ, পটুয়াখালী অফিসের অফিস সহায়ক মোঃ সুমন মিয়া সহ পটুয়াখালী বিআরটি এ অফিসের অন্যান্য কর্মকর্তা -কর্মচারী বৃন্দ,পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণির ছাত্র -ছাত্রী, অভিভাবক, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিও পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং পটুয়াখালী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।