
সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চুন্টা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় সরাইল-অরুয়াইল আঞ্চলিক সড়কের বিএডিসি সিএনজি স্ট্যান্ডের সামনে রাস্তার উপর সিএনজি হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হুমায়ুন কবির উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে ও তিনি বর্তমান চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করে জানান, হত্যা মামলায় চেয়ারম্যান হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়েছে।