
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত
সর্বদা গুরুত্ব” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বাগেরহাটের
মোরেলগঞ্জে পালিত হলো জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত
ধোয়া দিবস।সোমবার ২১ অক্টোবর বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোরেলগঞ্জ, বাগেরহাট এর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২৪ ও বিশ্ব হাতধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা কমপ্লে ভবনের সামনে থেকে বর্নাট্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে উপজেলার সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র্যালী শেষে শরীরকে সুস্থ্য ও রোগমুক্ত থাকতে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মনির। এ সময় বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ, এস, এম সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবু গৌতম কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শর্মী রায়,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাকিবিল্লাহ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বেসরকারী প্রতিষ্ঠানের এনজিও প্রতিনিধি।