
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা রোববার রাতে গাংগাইল ইউনিয়নের শাইলধরা বাজারে অনুষ্ঠিত হয়েছে। নান্দাইলের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খান চৌধুরীর পুত্র ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপি’র আন্তর্জাতিক বৈদিশক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরীর দিকনির্দেশনা মোতাবেক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও কাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায়
বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য রফিকুজ্জামান ভুইয়া মনির, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ-সভাপতি মোহাম্মাদ মিজানুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, ময়মনসিংহ জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাসুদ আলী মোড়ল, নান্দাইল উপজেলা যুবদলের আহবায়ক শাকিল মাহমুদ, নান্দাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহম্মেদ অনিক, যুগ্ম আহবায়ক আনিছ‚র রহমান বাবু, নাজিম উদ্দিন নাদিম, নান্দাইল উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সিফাত উল্লাখ খান, যুবদল নেতা হাফেজ মামুনুর রশীদ মামুন, শাহজাহান সরকার প্রমুখ। এসময় বক্তারা বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিজয় সুনিশ্চিত করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। এসময় গাংগাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।