
যশোরের শার্শায় ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক চোরাকারবারিকে আটক করেছেন শার্শা থানা পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০ টার সময় শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে আলম শেখ (৩৮) এবং একই উপজেলার মানকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে লাল্টু মোড়ল (৩৫)।
শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি চৌকস দল লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামে অভিযান চালিয়ে আলম শেখ ও লাল্টু মোড়লকে আটক করে। তাদের কাছ থেকে কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ১২টি বান্ডিল উদ্ধার করে, যার ওজন ২৪ কেজি।আটককৃত মাদক চক্রের সদস্যদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।