
মানিকগঞ্জ জেলায় থেমে নেই যুব অধিকার পরিষদ এর কার্যক্রম। বিগত দিনগুলোতে শতবাধাঁ বিপত্তি অতিক্রম করে এগিয়ে চলছে মানিকগঞ্জ যুব অধিকার পরিষদ ।ভিপি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন “যুব অধিকার পরিষদের কার্যক্রম গতিশীল করতে জেলা যুব অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। সেই লক্ষে তারা মানিকগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও থানায় আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। তার ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলার যুব অধিকার পরিষদের আহবায়ক উজ্জ্বল মোল্লা ও সাধারণ সম্পাদক রাব্বি সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দৌলতপুর ধামশ্বর ইউনিয়নে ৩০ সদস্যবিশিষ্ট এ সমন্বয়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে । উক্ত দৌলতপুর উপজেলা সমন্বয়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয় । উক্ত কমিটির প্রধান আহবায়ক হলেন মোহাম্মদ সোহান খান । প্রধান সদস্য সচিব মো সাখাওয়াত হোসেন। অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়কঃ সাইফুল ইসলাম বাদল, মোঃরাকিব হাসান, (রাথুরা), মোঃরবিউল ইসলাম, মোঃজুলহাস উদ্দিন মোঃসোহেল রানা, মোঃআল আমিন, মোঃজাকির হোসেন, এস পি রিমন (লিমন),যুগ্ম সদস্য সচিব,মোঃমিলন মিয়া (টিও), মোঃছায়েদুর রহমান,কিরন আহম্মেদ, ফজলে ফাহিম ইমন,মোঃআসিফ হাসান,মোঃমনির খান
মোঃরাজিব হাসান, মোঃরাকিব হাসান,কার্যকারী সদস্যরা হলেন,মোঃকবীর হোসেন,, মো: রাহুল আমিনমো: রাশেদ আহাম্মেদ,মো: আকাশ খান,সুমন আহাম্মেদ (আন্দি বাড়ী),মো:সজিব খান,মো: রকি ইসলাম,মো: রবিন খান,মো:শাকিল খান,মো: রিফাদ মল্লিক,আসিফ হোসেন (বৈরাগী), সুমন মিয়া (শৈলকুরিয়া)।
তারুণ্য, অধিকার, সমৃদ্ধি শ্লোগান নিয়ে এগিয়ে চলছে সদ্য সাবেক ভিপি নুরুলহক নুরের গণ অধিকার পরিষদের “বাংলাদেশ যুব অধিকার পরিষদ”! বাংলাদেশ যুব অধিকার পরিষদের অঙ্গ সংগঠন হিসাবে যাত্রা শুরু করে তারা। এখন পুরো বাংলাদেশে এই সংগঠনের শাখা বিস্তার লাভ করেছে। তাদের রাজনৈতিক শ্লোগান হলো “জনতার অধিকার-আমাদের অঙ্গীকার।
এ সময় নব নির্বাচিত দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। ইতিমধ্যেই নির্বাচিত করায় বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের কে অভিনন্দন জানাতে শুরু করে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন মহল।