
আড়াইহাজার উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে মডেল পাড়ায় বুধবার রাতে আশা এনজিও অফিসসহ চার ভাড়াটিয়ার ঘরে দুর্ধর্ষ ডাকাতির সংগঠিত হয়েছে। ডাকাত দল নগদ টাকা,স্বর্ণালংকারসহ সাত লাখ টাকার মালামাল লুটে নেয়।
আশা এনজিও অফিসের ম্যানেজার শফিকুল কবির জানান, রাত ৩ টা থেকে ৪টা পর্যন্ত ডাকাত দল হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন ওই ভবনের বিভিন্ন কক্ষে অবস্থান করে। ১৫/২০ জনের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত দল প্রতিটি কক্ষের দরজার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাড়াটিয়াদেরকে হাত পা বেঁধে মারপিট করে আতঙ্ক সৃষ্টি করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আশা
অফিসের নগদ ১ লাখ ৪৩ হাজার ১৫৩ টাকা লুটে নেয়। একই ওই ভবনের ভাড়াটিয়া আবুল কালামের কক্ষ থেকে নগদ ৩০ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার এবং আশরাফ আলী মাষ্টারের কক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে অভিযোগ পাওয়া গেছে।