
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১২টায় অফিসার্স ক্লাব হলরুমে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, কালবেলার দুই বছরে পাঠকের মন জয় করেছে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরেছে যা সরকারের বিভিন্ন মহলে নজরে এসেছে এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কালবেলার এই জনমুখী লেখুনি অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি ইসমাত জাহান ইতু। নাইক্ষ্যংছড়ি উপজেলা দৈনিক কালবেলা প্রতিনিধি আবদুর রশিদের সঞ্চালনায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল।
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মোঃ ছলিম,প্রাণিসম্পদ কর্মকর্তা ড, প্রবীর দেব, কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আকতার উদ্দিন, জন স্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজিজ, মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস সহ ইউনিয়নের চেয়ারম্যানগন, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ ইউসুফ সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুসহ ১১ বিজিবি অধিনায়কের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।