
আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলার বান্দাইখাড়া বড়দাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক এ সম্মেলন ভোটের মাধ্যমে সকাল দশ টা থেকে বেকেল তিন পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আত্রাই রাণীনগর বিএনপির অভিভাবক মোঃ শেখ রেজাউল ইসলাম রেজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির আহবায়ক চকলেট, তছলিম উদ্দিন,আব্দুল মান্নান, ছাইফুল ইসলাম,ফৌজদার মোঃ বেলাল হোসেন।
সম্মেলনে সভাপতি পদে মোঃ আকরাম হোসেন ১৬৫ ভোটে
সাধারণ সম্পাদক পদে মোঃ লুৎফর রহমান ২১৫ভোটে সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন আলী বাদল ২২৭ ভোটে
নির্বাচিত হয়েছেন।
সাধারণ ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে এ সম্মেলনে কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে সার্বিক সহোযোগিতা করেন ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল সহ সকল নেতা কর্মী ও সকল সমর্থক উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।