
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া ইউনিয়নের পালের বাড়ি সনাতন ধর্মাবলম্বীদের ধন ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রী লক্ষ্মীপূজা উদযাপন উপলক্ষে বাউল গান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে উপজেলার পালের বাড়ি সর্বজনীন শ্রীশ্রী লক্ষী মন্দিরের সদস্যদের আয়োজনে ঐ বাউল গান অনুষ্ঠিত হয়।
পূজা কমিটির সভাপতি পরমেশ্বর রাজবংশী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।
আরে উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বাবু মহাদেব চন্দ্র দাস, সুধীর রাজবংশী, রাজিব মোদক,শিপন মন্ডল,বাবু কালাচাঁদ ঘোষ, নিরঞ্জন রাজবংশী প্রমুখ।
ঐ বাউলগান পরিবেশ করেন বাংলাদেশের সুনামধন্য প্রখ্যাত বাউলশিল্পী কাজল দেওয়ান, তার প্রতিপক্ষ শিল্পী ছিলেন মুক্তা সরকার গানের পালাছিল গুরু এবং শিষ্য।