
নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্দ্যোগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে রায়পুর পৌরসভা মিলয়াতনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক ইমরান খানের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তাহমিনা খাতুন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, প্রকল্পের সিনিয়র পরামর্শক পুলিন চন্দ্র গোপাল, পরামর্শক মোহাম্মদ শাহাদাত হোসেন, নগর পরিকল্পনাবিদ আল মোস্তাকিন অপূর্ব, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু জাহের মিয়াজী, যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম আলমাস, পৌর জামায়াতের সভাপতি হাফেজ ফজলুল করিম, সেক্রেটারি এডভোকেট কামাল হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম.্আর সুমনসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।