ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

হবিগঞ্জ ২টি প্রাইভেটকারসহ ৫টি গাড়ি ভাংচুর-ককটেল বিস্ফোরণ

 

জাতীয়  দ্বাদশ  সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, সবুজ বাগ ও তিনকোনা পুকুর পাড় এলাকায় ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করেছে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় আওয়ামী লীগ, বিএনপি এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হবিগঞ্জ সদর থানার ১০ পুলিশ ও পথচারীসহ আহত হয়েছেন অন্তত্ব ২০ জন। এতে শহরজুড়ে ব্যবসায়ী ও জনসাধারনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
গতকাল বুধবার(১৫ নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের তিনকোণা পুকুরপাড় ও সবুজবাগ এবং রাত সাড়ে ৯ টায় শায়েস্তানগরে পৃথকভাবে এ ভাংচুরের  ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরপরই সন্ধ্যা সাড়ে ৭টার বিএনপি সমর্থিত একদল নেতা-কর্মী শহরের তিনকোনা পুকুরপাড় ও সবুজ বাগ এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন । এ সময় তারা ২টি প্রাইভেটকার, ১টি ট্রাক ও ২টি টমটম ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌছলে বিএনপি নেতা-কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপি নেতা-কর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় ১১ পুলিশ সদস্য ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত অবস্থায় হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ কনস্টেবল হানিফ (১৯), জাকির হোসেন (২০), আফজাল হোসেন (২৬), সুমন দেব (৪০), আবু ছালেক (৪৫), আশিক (৩২), রনি দেব (২৯), মোজাম্মেল (২৫), ওমর ফারুক (২৭), কিবরিয়া (২৪) ও মাছুম (২৭)কে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া নির্বাচনে তফসিলকে স্বাগত জানিয়ে শহরে টাউন হল রোড এলাকায় আনন্দ র‌্যালী বের করে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। মিছিলটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন শেষে নেতা-কর্মীরা খাজা গার্ডেন এলাকায় পথসভায় মিলিত হন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
এদিকে, রাত সাড়ে ৯ টায় শহরের শায়েস্তানগরে  ককটেল বিস্ফোরণ করে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তারা ভাংচুরের চেষ্টা করলে পুলিশ টিয়ালসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘বিএনপি সমর্থিত নেতা-কর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত  করেছে’।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, ‘হবিগঞ্জের মাটিতে কখনো চোরাগুপ্তা হামলা হয়নি। কিন্তু বিএনপি নির্বাচনকে ভাংচাল করতে এখন চোরাগুপ্তা হামলা শুরু করেছে। এতে তারা নির্বাচন ভাংচাল করতে পারবে না’।

শেয়ার করুনঃ