
বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা শীর্ষক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে। রোববার ( ২০ অক্টোবর) বিকেলে
কঞ্চিবাড়ি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মো.জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হাসান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আলম জামান মিন্টু, শান্তিরাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সাজু, চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির, ছাপড়হাটি ইউনিয়নের সদস্য সচিব মো. জালাল মিয়া, কঞ্চিবাড়ি ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাইমিন মিয়া নয়ন, মোত্তালেব, কঞ্চিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক কাওছার সুমন, সভাপতি (ভারপ্রাপ্ত সাবেক), সহ:সভাপতি ইউশা আহমেদ তালহা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশরাফুল সহ আরও অনেকে। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।