
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্হানে গিয়ে শেষ হয়।
মিছিটিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দও দুলাল ও সাধারণ সম্পাদক মো:আক্কাছ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,সহ-সভাপতি মো:আজিজুর রহমান পলাশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:আবুল হাসান সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সহযোগী সংগঠনের সভাপতি /সাধরন সম্পাদক বিভন্ন ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।