
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা শনিবার সন্ধ্যায় গাংগাইল ইউনিয়নের বাংলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। নান্দাইলের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর পুত্র ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর দিকনির্দেশনা মোতাবেক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়। গাংগাইল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের আহŸায়ক অলি উল্লাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি গাংগাইল ইউনিয়ন বিএনপি’র
তিনবারের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ ভূইয়া, বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি- এম.এ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম লিটন, বিএনপি নেতা আতাউর রহমান, যুবদল নেতা ফখরুল ইসলাম, নুরে আলম, ছাত্রদল নেতা মোস্তাফা প্রমুখ। এসময় বক্তারা বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিজয় সুনিশ্চিত করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। এসময় গাংগাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।