
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার দাবিতে শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় উলিপুর উপজেলা বিএনপি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উলিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন।বিশেষ অতিথিঃ নাজমুল আলম (নাজু)। সভা শেষে উপজেলা শহরে পথচারী, সাধারণ মানুষজন ও দোকানদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, ১নং যুগ্ম আহবায়ক শামীম আহাম্মেদ, ২ নং যুগ্ম আহবায়ক নাজমুল হুদা, ৩ নং যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মঈন, যুগ্ম আহবায়ক আবুল হাসনাত (রাজিব) সদস্য মোঃ আনারুল ইসলাম, বাবু খন্দকার, ফাজকুরুনী আহমেদ, সমীরণ মোদক, স্বপন সাহা আশরাফুল ইসলাম, ফরহাদ আহাম্মেদ, শাহিনূর ইসলাম। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, সদস্য মিঠুন ঘোষ, উপজেলা ছাত্র দলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, সদস্য সচিব খাইরুল ইসলাম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।