
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আদর্শ গ্ৰাম এলাকার মৃত্যু ছৈয়দ আলমের ছেলে ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১ নং ওয়াড় বিএনপির সভাপতি নুরুল ইসলাম (৩৩) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুন মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার প্রতি দিনের ন্যায় তার নাইক্ষ্যংছড়ি বাস স্টেশন সংলগ্ন ফার্নিচারের দোকান বন্ধ করে বাড়িতে যায়। পারিবারিক সুত্রে জানান, সে বাড়িতে গিয়ে তার নির্মাণাধীন নতুন ঘরে মোটর দিয়ে পানি দেওয়া শেষে মোটরের প্লাগ নিতে সে বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথমে তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। সেইখানে রাত সাড়ে ১০ টায় তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন অবুঝ মেয়ে সন্তান রেখে যান। পর দিন ১৯ অক্টোবর এশার নামাযে পরে বাস স্টেশন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান। এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।