
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়িতে বাবুর্চিকে হেনাস্তাকারী সোনাইছড়ির সেই এসআই (আইসি) কামরুল ইসলামকে ক্লোজ( প্রত্যাহার) করে বান্দরবানের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে প্রত্যাহার করা হয়। শনিবার তার প্রথম কর্মস্থল বান্দরবানে যোগ দিয়েছেন। তার স্থলে দায়িত্ব দেয়া হয় এস আই ছামিউর রহমানকে। এদিকে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির সার্বিক পরিস্থিতি জানতে এবং যোগদান পরবর্তী পরিদর্শনে যান নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মাশরুরুল হক। শনিবার বিকেলে তিনি এখানে যান আর পুলিশ সদস্যদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনে নির্দেশ দেন। সূত্র আরো জানান,গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির আইসি এসআই কামরুল ইসলাম তার ফাঁড়ির বাবুর্চি রফিক আহমদকে ফাঁড়ি থেকে ১ কিলোমিটার দুরে ঘুমগাছ নামক এলাকার নুরুল আলম সওদাগরের দোকানের সামনে হেনাস্তা করেন প্রকাশ্যে। এ নিয়ে কয়েকটি গণমধ্যমে লেখালেখি হলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ বিষয়টি জানতে পেরে তার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় অভিযুক্ত আইসি কামরুল ইসলামকে ২৪ ঘন্টার মধ্যই প্রত্যাহার করে নেন। পরে তাকে পার্বত্য বান্দরবান পুলিশ লাইনে সংযুক্ত করেন। একই সাথে বাবুর্চি রফিক আহমদকেও প্রত্যহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো:মাশরুরুল হক বলেন,অভিযুক্ত আইসি কামরুল ইসলামকে বান্দরবান পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এখানে সিনিয়র এক এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে।