
শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিক কন্যার শুভবিবাহ সম্পূর্ন করা হয়েছে। দৈনিক সকালের খবর ২৪ডট কম পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি এম শাহজাহান এর কনিষ্ঠ কন্যা মোছাঃ সূবর্না আক্তার (সূচী)র নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের মোঃ রহিচ মিয়ার দ্বিতীয় ছেলে মোঃ নাসিরুল ইসলাম এর সাথে ১৮অক্টোবর শুক্রবার বিকেলে সাংবাদিক শাহজাহান এর পূর্ব গজারীকুড়া গ্রামের নিজ বাড়িতে শুভবিবাহ সম্পূর্ন করা হয়। উক্ত বিয়ে রেজিষ্ট্রি করেন ৪নং গৌরীপুর ইউনিয়নের কাজী মোঃ আনিসুর রহমান। পরে নবদম্পতির সুখ সম্মৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বরের বন্ধুবান্ধব ও নেত্রকোনা জেলা থেকে আসা গন্যমান্য ব্যাক্তিবর্গসহ ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের গজারীকুড়া গ্রামের স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।