
বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি চট্টগ্রাম মহানগর কমিটি কতৃক মহানগর আহ্বায়ক শ্রী নারায়ণ মজুমদার এর সভাপতিত্বে ও মহানগর অর্থ ও দপ্তর সচিব নয়ন বিশ্বাংগ্রীর সঞ্চালনায় কর্মী সন্মেলন ও জেলা কমিটি গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি র কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিষ কুমার দাশ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএসপির প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএসপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শ্রী প্রানতোষ তালুকদার, চট্টগ্রাম মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী রুপক কান্তি দেবনাথ, সদস্য সচিব অজয় ভট্টাচার্য, সি: যুগ্ম সদস্য সচিব এডভোকেট সঞ্জয় চক্রবর্তী, সহ সদস্য সচিব সাংবাদিক অভি পাল, চান্দগাঁও থানা সভাপতি নিউটন চৌধুরী চকবাজার থানা সভাপতি সন্জয় দাশ এছাড়াও উপস্থিত ছিলেন বিএসপি চট্টগ্রাম মহানগর সদস্য আকাশ চৌধুরী, সাগর দে,সুমন মহাজন,রুবেল দে,লিটন দে,(সাগর),মিটুন দাশ,সৌরভ চৌধুরী, সাকন দে,পিন্টু দে,সাংবাদিক মিলন বৈদ্য শুভ,সাংবাদিক গৌতম চক্রবর্তী, উজ্জ্বল শুক্ল দাশ, বিএসপি চান্দগাঁও থানা কমিটির সিঃ সাধারন সম্পাদক পলাশ দও সাংগঠনিক সম্পাদক সাগর দাশ সিঃ সহ- সাংগঠনিক সম্পাদক তন্ময় মজুমদার সহ- সাংগঠনিক সম্পাদক অর্পণ দাশ (নিত্য) দপ্তর সম্পাদক প্রবাল দাশ অনুরাগ, যোগাযোগ সম্পাদক,আকাশ দাশ, সিঃ সহ যোগাযোগ সম্পাদক ছোটন চৌধুরী, আইন শৃঙ্খলা সম্পাদক হৃদয় দাশ সিঃ সহ আইন শৃঙ্খলা সম্পাদক সানি দাশ রাজা, ধর্ম ও পূজা বিষয়ক সম্পাদক পন্ডিত শুভ ভট্টাচার্য,সার্ভেয়ার গোপাল তালুকদার,নির্বাহী সদস্য লিটন দাশ, মোহন দাশ,রাজেশ দেব নয়ন, ও চকবাজার থানা কমিটির সদস্য শ্রীকান্ত আচায্য, অনন্ত দাশ,অনিক দাশ,অজিত দাশ,হৃদয় দাশ সহ বিভিন্ন থানা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দরা।