ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীর অনুদানের টাকা আত্মসাৎ,গ্রেফতার ১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমদাদুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র শহীদ সিফাত উল্লাহর (১৯) অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তার নাম মো. আকাশ ব্যাপারী (২১)।

শুক্রবার মাদারীপুরের জেলার শিবচর থানার সূর্য্যনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের একটি দল।

সিআইডি বলছে,চক্রটি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে অনুদান দেওয়ার কথা বলে ফোন দেয়। এরপর টাকা দেওয়ার কথা বলে তাদের পরিবারের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চায়। পরে কৌশলে এটিএম কার্ডের তথ্য নেয়। তারপর টাকা দেওয়ার সিরিয়াল নম্বরের কথা বলে ওটিপি (OTP) নিয়ে কার্ডের টাকা হাতিয়ে নেয়।

শুক্রবার (১৮ অক্টোবর ) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার মো.আজাদ রহমান এ তথ্য জানান।

তিনি বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওই মাদ্রাসা ছাত্রের পরিবারকে আর্থিক সহায়তা দেয় বিভিন্ন সংগঠন। কিন্তু গত ৬ অক্টোবর তার পরিবার সিআইডিকে জানায়,একটি প্রতারক চক্র কৌশলে তাদের কাছ থেকে ১ লাখ ৫৬ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় সিআইডির একটি দল প্রতারক চক্র ও অপরাধের ধরন শনাক্ত করে। শুক্রবার সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি দল মাদারীপুরের শিবচরে সূর্য্যনগর এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য মো.আকাশ ব্যাপারিকে গ্রেফতার করে।

আজাদ রহমান জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ ব্যাপারি স্বীকার করেন তারা ১৪-১৫ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার কাজ করে আসছেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে জানিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ