প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ
তফসিল ঘোষণা উপলক্ষে আত্রাই আ’লীগের আনন্দ মিছিল

প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে আত্রাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচনী তফসিল ঘোষণা হবার পর তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন আত্রাই উপজেলা আওয়ামী লীগ।
আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ অফিস হতে এক আনন্দ শোভাযাত্রা প্রদক্ষিণ হয়। শোভাযাত্রা প্রদক্ষিন শেষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ।
পথ সভায় বক্তারা সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটা প্রাণবন্ত নির্বাচন হবে সবাই সেটা প্রত্যাশা করেন। আর তাই প্রত্যেকটি দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে,এতে কোন সন্দেহ নেই। বক্তারা আরো বলেন আওয়ামী লীগ যাকে মনোয়ন দিবেন তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.