
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কাইতলা (উঃ)ইউনিয়ন ব্রাহ্মণহাতা গ্রামের সাবেক মেম্বার ও আ’লীগ নেতা অলি মুন্সির গ্রেফতারের সংবাদ পেয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।
জানাযায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় অলি মুন্সি হত্যা মামলার পলাতক আসামী ছিলেন।বুধবার(১৬ অক্টোবর) বিকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় এলাকা থেকে অলি মুন্সিকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারের খবর শুনে ব্রাহ্মণহাতা গ্রাম ও আশেপাশের সাধারণ মানুষ বৃহস্পতিবার ( ১৭ই আগস্ট) সকাল থেকে নবীনগর রাধিকা সড়কের পাশে জড়ো হয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।এ সময় উপস্থিত এলাকাবাসী জানান, অলি মুন্সির গ্রেপ্তারের খবর শুনে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত,অলি মুন্সি একজন খারাপ প্রকৃতির লোক ছিলেন, অলি মুন্সি আমাদের গ্রামের বহু লোকের ভূমি জোর জবরদখল করে রেখেছেন, অলি মুন্সি বিগত সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে অনেক নিরীহ মানুষকেনঅত্যাচার করেছেন, অলি মুন্সি একজন মাদকের ডিলার তার ভয়ে এলাকাবাসী সব সময় আতঙ্কের মধ্যে থাকতেন, আমরা অলি মুন্সির সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং অলি মুন্সি যেন জেল থেকে আর বের হতে না পারে সেজন্য বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।