ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

গোপালগঞ্জে চাঞ্চল্যকর লুৎফর হত্যা:মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেফতার

আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গোপালগঞ্জের ব্যবসায়ী লুৎফর মোল্লাকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেফতার মো.সাজেদুল ইসলামকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে মধ্যে শেখ হাসিনা সরকার পতনের পর ৬ আগস্ট কারাগার বিদ্রোহের সমউ কাশিমপুর কারাগার থেকে পালিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলির দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে বিষয় টি নিশ্চিত করেন এন্টি টেররিজম ইউনিট (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান,২০২১ সালের ০৭ অক্টোবর আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গ্রেফতারকৃত মো. সাজেদুল ইসলামসহ অন্যান্য আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে গোপালগঞ্জের ব্যবসায়ী লুৎফর মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সাজেদুল ইসলামসহ তিনজনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন।

তিনি আরও জানান,ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর আসামী মো.সাজেদুল ইসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন।

কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা, ভাংচুর ও বিশৃঙ্খলার মাধ্যমে তিনি জেল থেকে পালিয়ে নিজেকে আত্মগোপন করেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গ্রেফতারকৃত মো.সাজেদুল ইসলামসহ আপরাপর পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় এটিইউ গোয়েন্দা নজরদারির পর মো.সাজেদুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ