
সিংগারবিল রেলওয়ে স্টেশনঃ চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।
১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিঃমিঃ রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়।
১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। এসময় কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর লাইনের স্টেশন হিসেবে সিংগারবিল রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
করোনা পূর্বে কালীন সময়ে কয়েকটি লোকাল ট্রেন দারাত এই স্টেশনে চলাচল করতেন চট্টগ্রাম সিলেট মেলট্রেন, শায়েস্তাগঞ্জ ভৈরব বালা লোকাল ও ঢাকা সিলেট মিসট্রেন চালু ছিল বর্তমানে একেবারেই বন্ধ হয়ে যায় স্টেশনটির কার্যক্রম বর্তমানে স্টেশনের অবকাঠামো জরাজীর্ণ অবস্থায় নিয়ে দাঁড়িয়ে আছে আজ সিংগারবিল রেলওয়ে এই স্টেশনটি ইতিহাসের সাক্ষী হয়ে।