প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ
তফসিল ঘোষণায় পবিপ্রবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল

তফসিল ঘোষণার খবরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের নেতৃত্বে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার ১৫ নভেম্বর রাত ৭ টা ৩০ মিনিটে মিছিলটি বের হয়ে পবিপ্রবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে এসে শেষ হয়।
এসময় নৌকা নৌকা স্লোগানে পবিপ্রবির ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। মিছিলটিতে ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পবিপ্রবি ছাত্রলীগ মাঠে রয়েছে এবং থাকবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নৌকার জয় হবেই।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.