
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কলাপাড়ায় ভূমিহীন ১৩৬ পরিবারের পুনর্বাসনের দাবীতে বি’ক্ষো’ভ ও মা’নব’ব’ন্ধ’ন করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় পায়রা বন্দরের সামনে এ বি’ক্ষো’ভ ও মানববন্ধন করেন। এসময় ভুক্তভোগী পরিবারের মধ্যে বক্তব্য রাখছেন লাইলি বেগম, শাহিনুর বেগম, রাজিয়া বেগম, সালেয়া বেগম, আকি বেগম, ফাতেমা বেগম, ফিরোজা বেগম , আনসার প্রমুখ
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, এর আগে গত শুক্রবার ভূমিহীন এ পরিবারগুলোকে উচ্ছেদকালে তাদের পুনর্বাসনের দাবীতে বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। ক্ষতিগ্রস্তদের দাবি কোন ধরনের ক্ষতিপূরণ বা পুনর্বাসন দেয়নি। বরং পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ করতে আসে ঠিকাদারী প্রতিষ্ঠান।পরে ভূমিহীন পরিবারের একটি দল উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করে তাদের পুনর্বাসনের আগে উচ্ছেদ না করার দাবী জানান। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম তার ফেসবুক আইডিতে লিখেন যে, “জিয়া কলোনি সংলগ্ন ১৩৬ পরিবার উচ্ছেদ করে রাস্তা নির্মাণে উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ফলে উচ্ছেদ অভিযান বন্ধ থাকে।ক্ষতিগ্রস্তরা বলেন, আমাদেরকে উচ্ছেদ করা হলেও কোন ধরনের ক্ষতিপুরন বা পুনর্বাসন করা হবে না বলে আমরা জানতে পেরেছি। এই পরিস্থিতিতে মাথা গোজার শেষ আশ্রয় হারালে আমাদের জীবন ধারণ সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়েছে।উচ্ছেদের পরে আমরা কোথায় থাকবো কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না।