
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়
রাজশাহীর তানোর উপজেলা আ’ লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পরপরই একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে গোল্লা পাড়া বাজারস্থ আ’ লীগ দলীয় কার্যালয়ের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার।
নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, পৌর আ’ লীগ সাধারন সম্পাদক আবুল বাসার সুজন, উপজেলা সেচ্ছা সেবক লীগ সাধারন সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ’ লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।