জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির একই স্থানে দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ দ্বারা জারি করা হয়েছে। ১৪৪ ধারার কারণে থানা বিএনপির সাবেক কমিটির সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ এম এ গফুর মন্ডল ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের উদ্যোগে সমাবেশটি অবশেষে উপজেলার ৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত সোমবার রাতে বর্তমান থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের কর্মীরা সাবেক কমিটির সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডিপনের উপর হামলার করে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার পৌরসভার বারোয়রী মন্দির চত্বরে থানা বিএনপির সাবেক কমিটির লোকজন প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। পাশেই উপজেলা বিএনপির কার্যালয়ে থানা ও পৌর বিএনপিও দলীয় কর্যালয়ে তাদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশের ডাক দেয়।
এতে একই এলাকায় ২টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বুধবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন।
পরে থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের যৌথ নেতৃত্বে হামলার প্রতিবাদে বিকেলে কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে এক সংবাদ সম্মেলন ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় আওলাই ইউনিয়েনের চানপাড়া বাজার ও মোহাম্মদপুর ইউনিয়নের সরাইল বাজারসহ ৩টি ইউনিয়নে রাত ৮ টা পর্যন্ত পর্যায়ক্রমে সমাবেশগুলো অনুষ্ঠিত হয়। এ সমাবেশগুলোতে জেলা, উপজেলা, ইউনিয়নের শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।