
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে ধুংডী হেডম্যন পাড়া মংথোয়াই একাদশ বনাম, যৌথ খামার পাড়া একাদশ ক্লাবের মধ্যে ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহনের করে এর মধ্যে শক্তিশালী এ দুই দলের মধ্যে ফাইনাল খেলায় হাডা হাড্ডি লড়াই শেষে যৌত খামার পাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে মংথোয়াই একাদশ চ্যাম্পিয়ন হয়।
উক্ত খেলায় অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক, উপজেলা বিএনপির সিনিয়র নেতা এবং বান্দরাবান জেলা পরিষদের সাবেক সদস্য উফছা মারমা,নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাদল ঘোষ রায়, নাইক্ষ্যংছড়ি ইয়ং স্টার ক্লাবের সভাপতি উছাই মং মারমাসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ ছাড়াও অগুনিত দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জল আহামদ। তিনি বলেন, এই উপজেলা থেকে অদুর ভবিষ্যতে দেশের হয়ে জাতীয় দলের খেলবে একদিন ছেলেরা এবং তারা এলাকার সুনাম বয়ে আনবে একদিন। একই সাথে তিনি বান্দরবানের সম্প্রীতির বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে অতিথিরা বেলুন উড়িয়ে ফাইনাল খেলার শুভ সূচনা করেন।