
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে এক ভাষনে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায় পটুয়াখালীতে আওয়ামীলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় সিইসি প্রধান কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর পরই বাংলাদেশ আওয়ামীলীগ,
পটুয়াখালী জেলা শাখার দলীয় কার্যালয়ের সামনে থেকে এ দলের উদ্যােগে আনন্দ মিছিল বের করা হয়। উক্ত মিছিলটি পটুয়াখালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। এসময় এ মিছিলের অগ্রভাগে ছিলেন, পটুয়াখালী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো.আফজাল হোসেন,
বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, সাবেক অধ্যক্ষ সৈয়দ বাবুল ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত ঘোষিত তফসিল মোতাবেক ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহন, মনোনয়ন পত্র দাখিলের শেষদিন ৩০ ডিসেম্বর, ১- ৪ ডিসেম্বর যাচাই- বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। ৩০০ আসনেই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষনায় সিইসি কাজী হাবিবুল আউয়াল উল্লেখ করেছেন।