
আমতলী(বরগুনা)প্রতিনিধি : ২০২৪ সালের এইচ এসসি পরীক্ষায় আমতলী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এ প্লাস পেয়েছেন সাংবাদিক কন্যা ফাতেমাতুজ্জোহারা মম । তাঁর বাবা এেকেএম খায়রুল বাশার বুলবুল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বরগুনা জেলা প্রতিনিধি । মা ইসরাত জাহান কান্তা একজন আদর্শ গৃহিণী।সাংবাদিক কন্যা ফাতেমাতুজ্জোহারা মম এইচএসসি পরীক্ষার এফলাফলে তাঁর পরিবারের সকল সদস্য বৃন্দ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।প্রসঙ্গত:২০২২ সালের এস এস সি পরীক্ষায় ফাতেমাতুজ্জোহারা মমো আমতলী একে সরকারি মাধ্যমিক
বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছেন।