
পাঁচবিবিতে গলায় ওড়না পেচিয়ে আত্বহত্যা করেছে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের গদাইপুর গ্রামের আরফিন আক্তার নামের এক নববধু।
মঙ্গলবার সকাল সাড়ে ৭’টার সময় শয়ন কক্ষে সবার অগোচরে ওড়ঁনা পেঁচিয়ে সে আত্বহত্যা করে।
গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বিরঞ্জন গ্রামের আয়েজ আলীর কন্যা মোছাঃ আরফিনের সঙ্গে ৬’মাস পূর্বে গদাইপুরের খয়বর আলীর পুত্র আনিছুর রহমানের বিয়ে হয়।বড়ভাই হানিফ মিয়া বলেন, আরফিন আমার একমাত্র আদরের ছোট বোন। আমি তাকে খুব ভালোবাসতাম। তার মৃত্যুর খবর শুনে খুব কষ্ট পেয়েছি। হানিফ আরো বলেন, বিয়ের পর থেকেই আরফিন স্বামী সহ ঢাকায় গার্মেন্টসে চাকুরী করতে চাইত। গ্রামবাসীরা জানায়, তাদের বাড়ি একেবারে পাড়ার শেষ মাথায় হওয়ায় আমরা কেউ তেমন তাদের বাড়িতে যাই না। প্রথমে তারা আমাদেরকে বলেন, ছেলের বউ স্টোক করেছে কিন্ত থানা পুলিশ আসায় তাদের নিকট স্বীকার করে গলায় ওড়ঁনা পেচিয়ে ফাঁস দিয়েছে।
এটি আত্বহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওছার হোসেন বলেন, মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোটের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।